লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ দুই যুবক গ্রেফতার

3 months ago 53

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. রাসেল ও ইসমাইল হোসেন প্রকাশ বেলজিয়াম সুমন। এরমধ্যে রাসেলের কাছ থেকে একটি এলজি, একটি ফাইপগান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া সুমনের কাছ থেকে কার্তুজ ও ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

সোমবার (২ জুন) দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার (১ জুন) রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে রাসেল ও দত্তপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার রাসেল দেওপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ, মাদক ও চুরিসহ কয়েকটি মামলা রয়েছে। তিনি মামলাগুলোর পলাতক আসামি। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি ফাইপগান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

অপর গ্রেফতার সুমন উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়পুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২ রাউন্ড কার্তুজ ও ১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কাজল কায়েস/জেডএইচ/এএসএম

Read Entire Article