লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন
লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধা টুটুল পাটোয়ারীকে অস্ত্র দিয়ে ফাঁসানো নাটক সাজিয়ে হয়রানি করার প্রতিবাদ ও সুস্থ তদন্তের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন আহত জুলাই যোদ্ধা ফাউন্ডেশন। এর-আগে, রোববার (১৬ নভেম্বর) সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের আলীরাজ পাটোয়ারী বাড়ি বাগান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পড়ে থাকা ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করে। মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যুবদল নেতা ও জুলাই যোদ্ধা টুটুল পাটোয়ারী বাড়ীর পাশ থেকে অস্ত্র উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একপর্যায়ে রোববার গভীররাতে টুটুল পাটোয়ারী তার ফেসবুক আইডিতে লাইভ এসে নিজেকে নির্দোষ দাবি করে। এবং তিনি জামায়াতকে দোষারোপ করেন তার লাইভে। টুটুল পাটোয়ারী দালাল বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। সোমবার দিনব্যাপী জেলা যুবদলের শীর্ষ নেতাদের থেকে শুরু করে সকল ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিরা টুটুল পাটোয়ারী অস্ত্র উদ্ধার বিষয়টি তীব্র নিন্দা জানান। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা যুবদলের সভাপতি আব
লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধা টুটুল পাটোয়ারীকে অস্ত্র দিয়ে ফাঁসানো নাটক সাজিয়ে হয়রানি করার প্রতিবাদ ও সুস্থ তদন্তের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন আহত জুলাই যোদ্ধা ফাউন্ডেশন।
এর-আগে, রোববার (১৬ নভেম্বর) সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের আলীরাজ পাটোয়ারী বাড়ি বাগান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পড়ে থাকা ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করে।
মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যুবদল নেতা ও জুলাই যোদ্ধা টুটুল পাটোয়ারী বাড়ীর পাশ থেকে অস্ত্র উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
একপর্যায়ে রোববার গভীররাতে টুটুল পাটোয়ারী তার ফেসবুক আইডিতে লাইভ এসে নিজেকে নির্দোষ দাবি করে। এবং তিনি জামায়াতকে দোষারোপ করেন তার লাইভে। টুটুল পাটোয়ারী দালাল বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
সোমবার দিনব্যাপী জেলা যুবদলের শীর্ষ নেতাদের থেকে শুরু করে সকল ইউনিটের দায়িত্বশীল ব্যক্তিরা টুটুল পাটোয়ারী অস্ত্র উদ্ধার বিষয়টি তীব্র নিন্দা জানান।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন, জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুবদল নেতা আমীর হামজা রাজু, এম এ মমিন, মো. জহির উদ্দিন ও ভুক্তভোগী যুবদল নেতা টুটুল পাটোয়ারী।
মানববন্ধনে সঞ্চালনা করে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু।
বক্তরা বলেন, টুটুল পাটোয়ারী একজন ত্যাগী নেতা। রাজনীতির প্রতিহিংসার কারণে বিগত-সময় আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে ১৯টি মামলা দিয়েছে। তবুও তাকে অস্ত্র দিয়ে ফাঁসাতে পারেনি। ছাত্র-জনতার আন্দোলনের সময় টুটুল গুলিবিদ্ধ হয়। দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে।
সরকারি তালিকাভুক্ত জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছে,টুটুল পাটোয়ারী। এখন একটি গোষ্ঠী তার বাড়ীর পাশে অস্ত্র রেখে তাকে ফাঁসানো চেষ্টা করছে। কিন্তু দীর্ঘদিন থেকে টুটুল বাড়ী থাকেন না। সেই দালাল বাজার এলাকায় বাসা ভাড়া থাকেন। সামনে নির্বাচন। আমরাও চাই অস্ত্র উদ্ধার হোক।
তবে অস্ত্র উদ্ধারের নামে নাটক সাজিয়ে নিরপরাধ কাউকে যেনো ফাঁসাতে না পারে। সেদিকে লক্ষ্য রেখে আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্র উদ্ধার করবে।
টুটুল পাটোয়ারীর বাড়ি পাশ থেকে যে সোর্স অস্ত্র উদ্ধার করতে তথ্য দিয়েছে। এখন ওই ব্যক্তিকে আইনের আওতায় এনে জিগ্যেসাবাদ করা হোক এ অস্ত্রগুলো কার।
What's Your Reaction?