শততম টেস্ট: মুশফিককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেবে বিসিবি

১০০ টেস্ট খেলা। অনেক বড় অর্জন। অনেক বড় প্রাপ্তি। যে কোন ক্রিকেটারের জন্য অনেক বড় কৃতিত্বের, গৌরবের এবং সম্মানের। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে কেউ কখনো ওই কৃতিত্ব দেখাতে পারেননি। ১০০ টেস্ট খেলা বহুদুরে, বাংলাদেশের কোন ক্রিকেটার ৮০-৯০টা টেস্টও খেলতে পারেননি। তবে পরিশ্রমী, অধ্যাবসায়ী ও মেধাবি মুশফিকুর রহিমই শুধু ব্যতিক্রম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ও সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিম ১০০ টেস্টের দোরগোড়ায় দাঁড়িয়ে। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের ৯৯ নম্বর টেস্ট খেলে ফেলা মুশফিকুর রহিম প্রহর গুনছেন ১০০ নম্বর টেস্ট খেলার। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ১৯ তারিখ শেরে বাংলায় আইরিশদের বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন মুশফিক। তার প্রথম অধিনায়ক হাবিবুল বাশার, টেস্টে তার প্রথম পার্টনার মোহাম্মদ আশরাফুল, যার জায়গায় পরবর্তীতে মুশফিক কিপার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন সেই খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ। সবার একটাই কথা, মুশফিকই শততম টেস্ট খেলার দাবিদার। কারণ ১০০ টেস্ট খেলা মানেই দীর্ঘ সময় ধরে খেলা। লম্বা ক্যারিয়ার গড়া। সেই কাজটা শুধু মেধা, টেক

শততম টেস্ট: মুশফিককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেবে বিসিবি

১০০ টেস্ট খেলা। অনেক বড় অর্জন। অনেক বড় প্রাপ্তি। যে কোন ক্রিকেটারের জন্য অনেক বড় কৃতিত্বের, গৌরবের এবং সম্মানের। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে কেউ কখনো ওই কৃতিত্ব দেখাতে পারেননি। ১০০ টেস্ট খেলা বহুদুরে, বাংলাদেশের কোন ক্রিকেটার ৮০-৯০টা টেস্টও খেলতে পারেননি। তবে পরিশ্রমী, অধ্যাবসায়ী ও মেধাবি মুশফিকুর রহিমই শুধু ব্যতিক্রম।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ও সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিম ১০০ টেস্টের দোরগোড়ায় দাঁড়িয়ে। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ারের ৯৯ নম্বর টেস্ট খেলে ফেলা মুশফিকুর রহিম প্রহর গুনছেন ১০০ নম্বর টেস্ট খেলার। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ১৯ তারিখ শেরে বাংলায় আইরিশদের বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন মুশফিক।

তার প্রথম অধিনায়ক হাবিবুল বাশার, টেস্টে তার প্রথম পার্টনার মোহাম্মদ আশরাফুল, যার জায়গায় পরবর্তীতে মুশফিক কিপার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন সেই খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই মুশফিকের প্রশংসায় পঞ্চমুখ।

সবার একটাই কথা, মুশফিকই শততম টেস্ট খেলার দাবিদার। কারণ ১০০ টেস্ট খেলা মানেই দীর্ঘ সময় ধরে খেলা। লম্বা ক্যারিয়ার গড়া। সেই কাজটা শুধু মেধা, টেকনিক আর স্কিল দিয়ে পার করা সম্ভব নয়। এর সাথে চাই মনোযোগী, মনসংযোগ, ধৈর্য্য, পরিশ্রম, অধ্যাবসায়, একাগ্রতা, ক্রিকেটের প্রতি আন্তরিক ভালবাসা ও সর্বোপরি আত্মনিবেদন।

মুশফিকের সবটুকুই আছে। মুশফিকের ক্রিকেট প্রেম, অনুরাগ, ভালবাসা অন্যরকম। আশরাফুল ও হাবিবুল বাশার সহ অনেকেরই মত, মুশফিকের জীবনে ক্রিকেটই প্রথম ও শেষ কথা। তার পারিবারিক জীবনটুকু ব্র্যাকেটবন্দী করলে ক্রিকেটই শেষ কথা।

ক্রিকেটের জন্য মুশফিকের ত্যাগও সর্বাধিক। তার কঠোর পরিশ্রমের কথা সবার জানা। অনুশীলনে সবার চেয়ে বেশি সময় দেয়া, বেশি ঘাম ঝরানোর কথা জানে না এমন ক্রিকেট অনুরাগী মেলা ভার। তার সুশৃঙ্খল জীবন, রুটিন বেঁধে চলা, ক্রিকেটের প্রতি ভালবাসা, ডেডিকেশন ও মোটিভেশন আর নেই কারো।

ক্রিকেট মেধা, কৌশল ও টেকনিক খুব ভাল থাকলেও মুশফিক অনেক বেশি ক্রিকেট অন্তঃপ্রাণ। তার ক্রিকেট অনুরাগীও প্রবল। নিজের সবটুকু উজাড় করে দেয়ার ক্ষেত্রেও মুশফিক অনন্য। তাই তার পক্ষেই সম্ভব হয়েছে ১০০ টেস্ট খেলা।

একথা সবাই স্বীকার করেন। অনেক অপেক্ষার প্রহর গোনা শেষে বুধবার সকালেই হয়ত ১০০ টেস্ট খেলতে সাদা পোশাকে হোম অফ ক্রিকেটে মাঠে নামবেন আজ থেকে ২০ বছর আগে লন্ডনের লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জীবন শুরু করা বগুড়ার মুশফিক।

সিলেটে টাইগারদের কাছে পাত্তাই পায়নি আইরিশরা। ইনিংসে হেরেছে। তাই ঢাকা টেস্টের ফল নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই। মুশফিকের ১০০ নম্বর টেস্ট ম্যাচটিই এ ম্যাচের মূল আকর্ষণ। ঢাকা টেস্ট মুশফিক ক্যারিয়ারের ১০০ নম্বর টেস্ট, সেটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

সেটা এতটাই সাড়া ফেলেছে যে, বাংলাদেশ আর আয়ারল্যান্ডের চলতি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি রুপান্তরিত হয়েছে ‘মুশফিকের’ টেস্ট। সব মনোযোগ, আকর্ষণ, আগ্রহ, আলোচনা, পর্যালোচনা আছে শুধু মুশফিককে ঘিরেই।

সবার চোখ শেরে বাংলার দিকে। বুধবার সকালে কখন মাঠে নামবেন মুশফিক? ব্যাট হাতে? নাকি ফিল্ডিংয়ে? তা দেখতে মুখিয়ে লাখো মুশফিক ও বাংলাদেশ ভক্ত। এদিকে মুশফিকের শততম টেস্ট খেলার দিনটিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগি হয়েছে বিসিবি।

বুধবার সকালে টসের পর টেস্ট শুরুর আগে শুধু ১০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে মুশফিকের জন্য। তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত করা হবে। সকাল সোয়া ৯টা থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত মুশফিককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে।

তাকে প্রথম টেস্ট ক্যাপটি উপহার দেবেন মুশফিকের প্রথম অধিনায়ক হাবিবুল বাশার সুমন। টেস্ট ক্যাপের ক্যাসকেট উপহার দেবেন টিম বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান। সকাল ৯টা ২০মিনিটে মুশফিকুর রহিমকে বিসিবির পক্ষ থেকে বিশেষ ক্রেষ্ট উপহার দেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

এরপর বর্তমান অধিনায়ক ও মুশফিকের প্রথম ক্যাপ্টেন হাবিবুল বাশার সুমন এবং ১০০ নম্বর টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উপহার হিসেবে অভিষেক টেস্ট আর ১০০ নম্বর টেস্টের সই করা জার্সি দেবেন।

এরপর মুশফিকের শততম টেস্টের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তও বক্তব্য রাখবেন। আর সবশেষে কথা বলবেন মুশফিকুর রহিম নিজে। আর এরপর হবে ফটোসেশন।

এআরবি/আইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow