লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় গ্রেপ্তার ৪

10 hours ago 3

লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতি মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার চারজন হলেন- চরলরেন্স ইউনিয়নের চরপাগলা এলাকার মো. শাহজাহানের ছেলে মো. শাহিন আলম (২২), সফিক উল্যাহর ছেলে মো. সোহেল (২৮), তোরাবগঞ্জ ইউনিয়নের আলা উদ্দিন মোল্লার ছেলে মো. জীবন (২১) ও নরসিংদী মাধবদী এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. শাহিন (২৫)। 

জানা গেছে, গত ২০ ডিসেম্বর চরলরেন্স ইউনিয়নের আনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরে ২৬ ডিসেম্বর আনোয়ারের স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে কমলনগর থানার মামলা করে। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে বুধবার রাতে ঘটনার সঙ্গে জড়িত চার আসামিকে গ্রেপ্তার করে। এ সময় তিনটি মোবাইল জব্দ করা হয়।

কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত চার আসামিকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তদন্ত চলছে।

Read Entire Article