লক্ষ্মীপুরে তলিয়ে গেছে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান

2 months ago 7

লক্ষ্মীপুরের রামগতিতে ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে ঘরবাড়িসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এতে ভোগান্তিতে পড়েছেন প্রায় ২ লাখেরও বেশি মানুষ।

বৃহস্পতিবার (২৯ মে) মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিরামহীন ভারি ও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। উপকূলের অনেক বাসিন্দা উঁচু স্থানে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। 

স্থানীয় এক বাসিন্দা জানান, নদীর পানি হঠাৎ বেড়ে গেছে, তার ওপর প্রচুর বাতাস ও বৃষ্টি। অনেকের ঘরবাড়ি, স্কুল, ফসিল জমি পানির নিচে। 

কেউ কেউ আবার সঠিক সময়ে বেড়িবাঁধের কাজ শেষ না হওয়ায় অসন্তোষ ও ক্ষোভ জানিয়েছেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সৈয়দ আমজাদ হোসেন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সচিব এবং পিআইওর মাধ্যমে ইউনিয়ন ভিত্তিক তথ্য তৈরি করা হচ্ছে। জরুরি প্রয়োজনে সাহায্য ও ত্রাণসামগ্রী সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান জানান, লক্ষ্মীপুরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়েছে। নদী উত্তাল থাকলেও এখন ভাটার ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

Read Entire Article