লক্ষ্মীপুরে দুই হাজার অসহায় পেলেন চিকিৎসা-ওষুধ

2 hours ago 4

লক্ষ্মীপুরের রামগঞ্জে ডেন্টাল চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হিউমিনিটি সার্ভিসেস বাংলাদেশের উদ্যোগে শনিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার ভাটরা উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্প আয়োজন করা হয়। এতে দুই হাজার রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয় বলে আয়োজকরা জানিয়েছেন। ৭০ জন বিশেষজ্ঞ ডেন্টাল চিকিৎসক ২০ টি স্টলে এ সেবা দেয়।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রবিন শীষ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার, উপজেলা বিএনপির সদস্যসচিব মাহবুবুর রহমান বাহার, ভাটরা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এএসএম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর, চিকিৎসা, ওষুধলক্ষ্মীপুরে দুই হাজার অসহায় পেলেন চিকিৎসা-ওষুধ

হিউমিনিটি সার্ভিসেস বাংলাদেশের সভাপতি ডা. জিয়াউর রহমান ও সংগঠনের উদ্যোক্তা আবু হান্নান লাভলুর উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

আবু হান্নান লাভলু জানান, অর্থের অভাবে গ্রামের লোকজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে পারেন না। তাদের কথা চিন্তা করে এ ক্যাম্পে দুই হাজার রোগীর চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

Read Entire Article