লক্ষ্মীপুরে মামলা করায় বাদীকে মারধর, বসতঘরে আগুন

2 months ago 6

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় মামলা করায় বাদীপক্ষের বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ উদমারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, কুপিয়ে জখমের ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা বৃদ্ধ আদম আলীর বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় তার ছোট ভাই মামলার বাদী ইব্রাহীমকে মারধর ও তার বসতঘরও ভাঙচুর করা হয়।

ভুক্তভোগী আদম আলী উদমারা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় দিনমজুর। শরীরের বিভিন্ন অংশে জখম ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে তার। তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

লক্ষ্মীপুরে মামলা করায় বাদীকে মারধর, বসতঘরে আগুন

মামলার এজাহার সূত্র জানায়, আদম আলীদের সঙ্গে বাশার পক্ষের জমি নিয়ে বিরোধে আদালতে মামলা চলছে। ২৯ জুন রাতে উদমারা গ্রামের অধিকারী বাড়ি এলাকায় আদম আলীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে অভিযুক্তরা। তার শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় ৩০ জুন আদম আলীর ছোট ভাই ইব্রাহীম বাদী হয়ে রায়পুর থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ বাশার ও রহম আলীকে গ্রেফতার করে। মামলার অন্য আসামিরা হলেন সফিক, হুমায়ুন, সুজন, দেলোয়ার, শিবলু, চাঁন ভানু, আনোয়ারা বেগম ও তহির। তারা পলাতক রয়েছেন।

মামলার বাদী ইব্রাহীম বলেন, মামলার জের ধরে অন্য আসামিরা আমার ভাইয়ের টিনসেড ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘরের আসবাবপত্র, খুঁটিসহ সব পুড়ে ধ্বংসাবশেষ পড়ে আছে। আশপাশের অন্তত ১০টি ফলজ গাছ পুড়ে গেছে। মামলা করায় আমার ঘরও ভাঙচুর করেছে তারা।

মামলার আসামি কোহিনুর বেগমের দাবি, তারা আদম আলীর ঘরে আগুন দেননি। বাদীপক্ষরাই ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মামলায় এজাহারভুক্ত আবুল বাশার ও রহম আলী গ্রেফতার রয়েছেন। অন্য পুরুষ আসামি সবাই পালিয়ে বেড়াচ্ছে।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ঘরে আগুন দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুপক্ষই থানায় অভিযোগ করেছেন। বিষয়গুলো তদন্ত চলছে।

কাজল কায়েস/এমএন/জেআইএম

Read Entire Article