লক্ষ্মীপুরে সাংবাদিকদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলি

2 days ago 7
লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় পেশাগত কাজে যাওয়ার পথে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হন দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ও প্রচার সম্পাদক ফয়সাল মাহমুদ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে দত্তপাড়া ডিগ্রি কলেজ সংলগ্ন গণেষ শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সোমবার বিকেলে হামলা ও মারধরের শিকার ভুক্তভোগী এক পরিবারের ফোন পেয়ে ঘটনাস্থলে যাচ্ছিলেন কয়েকজন সাংবাদিক। পথিমধ্যে মুখোশদারী ৮/১০ জন দুর্বৃত্ত সাংবাদিকদের গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই সাংবাদিক রফিকুল ইসলাম ও আলাউদ্দিনকে এলোপাতাড়ি মারধর করতে থাকে এবং সাংবাদিক আবদুল মালেক নিরব ও ফয়সাল মাহমুদের দিকে দুজন দুর্বৃত্ত অস্ত্র তাক করে রাখে। এ সময় সাংবাদিকদের মোবাইল ফোন, মানিব্যাগ পরিচয়পত্র, টাকা নিয়ে যায়। পরে তারা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে রফিকুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন এবং ফয়সাল মাহমুদ গুলিবিদ্ধ হন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, আহত অবস্থায় তিনজন হাসপাতালে এসেছে। এদের মধ্যে দুজনের মাথায় এবং হাতে আঘাত রয়েছে। অন্যজনের পায়ে এবং কানে আঘাত রয়েছে, গুলিবিদ্ধ কিনা পরীক্ষা-নিরীক্ষা করে জানা যাবে। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল বলেন, এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে লক্ষ্মীপুর প্রেস ক্লাব। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Read Entire Article