লঙ্কানদের ঝড়ো শুরুর পর বাংলাদেশের তিন আঘাত
এশিয়া কাপের সুপার ফোরে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লিটন দাস। শুরুতে ঝড়ো ব্যাটিংয়ে রান তুললেও অল্প সময়েই তিন ব্যাটারকে ফিরতে হয়েছে লঙ্কানদের।
১০ ওভারের কম সময়ে ৭১ রান তুললেও ইতিমধ্যে ৩ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। পাওয়ারপ্লেতেই ওপেনার পাথুম নিসাঙ্কাকে (১৫ বলে ২২) শিকার করেন তাসকিন আহমেদ। এরপর কুশল মেন্ডিসের (২৫ বলে ৩৪) দাপটেও ব্যাটিং শক্তি বেশিদূর এগোয়নি। মেহেদী হাসানের ঘূর্ণিতে মেন্ডিস ও কামিল মিশারা দুজনেই আউট হয়ে ফেরেন।
১০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৭২/৩। উইকেটে আছেন অভিজ্ঞ কুশল পেরেরা (৫*) ও দাসুন শানাকা (৬*)।
বাংলাদেশ বোলারদের মধ্যে মেহেদী হাসান সবচেয়ে কার্যকর। এখন পর্যন্ত ২ উইকেট নিয়েছেন তিনি। তাসকিন পেয়েছেন একটি উইকেট। অন্যদিকে শরিফুল ইসলাম ব্যয়বহুল শুরু করলেও মোস্তাফিজ এক ওভারে মাত্র ৩ রান দিয়ে নিয়ন্ত্রিত বোলিং করেছেন।
এখন পর্যন্ত ম্যাচের দৃশ্যপট বলছে—দ্রুত উইকেট হারালেও শ্রীলঙ্কা লড়াইয়ের মেজাজে আছে। তবে টাইগাররা যদি মাঝ ও শেষের ওভারগুলোয় চাপ ধরে রাখতে পারে, তবে বড় রান আটকে দেওয়ার ভালো সুযোগ রয়েছে লিটন দাসদের সামনে।
ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সুপার ফোরে শুভসূচনা করাই এখন মূল লক্ষ্য।