লঙ্কানদের বিপক্ষে আফগানরা জিতলেও সুপার ফোরে যাবে বাংলাদেশ!

1 day ago 8

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতল বাংলাদেশ। শেষ ওভারের লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে আপাতত টিকে রইল লিটন দাসের দল। এই জয়ের পর সুপার ফোর নিশ্চিত করতে নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। 

ক্রিকেট সমর্থকরা এরই মধ্যে জেনে গেছে, আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে কোনো হিসাব-নিকাশ বাদেই সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতলেও সুযোগ থাকছে বাংলাদেশের। তবে সেক্ষেত্রে মিলতে হবে সমীকরণ। 

গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। বর্তমানে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রান রেট -০.২৭০। শীর্ষে থাকা লঙ্কানরা এখনো ম্যাচ হারেনি। তাদের রান রেট +১.৫৪৬। অন্যদিকে, আফগানরা ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি নেট রান রেট +২.১৫০। গ্রুপের আরেক দল হংকং আগেই বিদায় নিয়েছে।

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে আফগানরা বড় ব্যবধানে জিতলে নেট রান রেটে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আফগানদের সঙ্গী করে সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের। অর্থাৎ, নেট রান রেটের হিসেবে বাদ পড়ার সম্ভাবনা আছে লঙ্কানদেরও। আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা যদি ৬৫ বা তারও বড় ব্যবধানে হারে তখন তাদের পেছনে ফেলে সুপার ফোরে উঠবে বাংলাদেশ ও আফগানিস্তান।

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আর টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানরাও ভালো দল। দারুণ ছন্দে থাকা লঙ্কানদের হারানো তাদের পক্ষে খুব করেই সম্ভব। তবে ৬৫ রানের বড় ব্যবধানে হারাতে হলে রশিদ খানদের দিতে হবে নিজেদের সেরাটা। যদিও সুপার ফোরে নিজেদের জায়গা নিশ্চিত করতে আফগানরা ন্যূনতম ব্যবধানে লঙ্কানদের বিপক্ষে জয় পেলেই হবে। 

Read Entire Article