ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী যাত্রীবাহী এমভি প্রিন্স আওলাদ-১০ লঞ্চের কেবিন থেকে যাত্রীদের আটটি পাসপোর্ট এবং ডলারসহ মালামাল চুরি হয়েছে। লঞ্চের সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বরিশাল নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী লঞ্চ যাত্রী নগরীর কাউনিয়া ক্লাব রোডের বাসিন্দা তাপস জানান, পরিবারের সদস্যরা মিলে থাইল্যান্ড ভ্রমণে যাবেন। এজন্য শুক্রবার রাতে বরিশাল থেকে ঢাকা যেতে প্রিন্স আওলাদ-১০ লঞ্চের তৃতীয় তলায় ৪২০ নম্বর কেবিন ভাড়া করেন। কেবিনের মধ্যে পরিবারের আটজনের আটটি পাসপোর্ট, একটি ক্যাননের ক্যামেরা এবং ১৫০ ডলারসহ অন্য মালামাল ছিল। লঞ্চ ছাড়ার আগে কেবিনের দরজায় তালা দিয়ে লঞ্চের সামনে যান। ফিরে এসে দেখতে পান কেবিনের জানালা খোলা। ভেতরে ঢুকে দেখতে পান পাসপোর্ট, ডলার এবং ক্যামেরা খোয়া গেছে।
এ বিষয়ে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতক চন্দ্র সরকার বলেন, ঘটনার পরপরই লঞ্চ থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।
বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক শহিদুল ইসলাম বলেন, তাদের কাছে এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। চুরির ঘটনায় লঞ্চ কর্তৃপক্ষের কোনো উদাসীনতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
শাওন খান/জেডএইচ/এমএস