লন্ডন বৈঠক রাজনৈতিক অচলাবস্থা দূর করবে : সাইফুল হক

2 months ago 36

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, লন্ডনে সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন কেন্দ্রিক অচলাবস্থা ও সন্দেহ-অবিশ্বাস অনেকখানি দূর হবে বলে আশা করা যায়। 

শনিবার (১৪ জুন) সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সাইফুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সম্মানজনক প্রস্থানের রাস্তা সুগম হলো বলে ধরে নেয়া যেতে পারে। আপাতত রাজনীতির গুমোট পরিস্থিতির যেমন অবসান হতে পারে, তেমনি সরকারেরও বিশেষ কোনো দিকে ঝুঁকে পড়ার আশঙ্কাও কিছুটা কমতে পারে।

সাইফুল হক লন্ডন বৈঠকে দুই নেতার আলোচনার বিষয় রাজনৈতিক দল ও দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার আহ্বান জানান। একইসাথে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও গুরুত্বপূর্ণ অংশীজনদেরদের সাথেও কার্যকরী বোঝাপড়া বাড়াতেও সরকারের প্রতি আহ্বান জানান। 

পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষের অধিকার ও মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের ভালবাসা নিয়ে আগামী দিনগুলোতেও আপসহীন ধারায় তার সংগ্রাম অব্যাহত রাখবে।

এতে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান,  আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক। সংহতি জানান গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আবদুর নূর। 

সমাবেশের পর  প্রতিষ্ঠাবার্ষিকীতে  কেন্দ্রীয়  শহীদ মিনারে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও  জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়; শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলা/উপজেলা পর্যায়েও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শপথ গ্রহণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।

Read Entire Article