লন্ডনি মিনালের মামলায় সাংবাদিক বাছিতকে আসামি করায় বিএনপির নিন্দা

নবীগঞ্জের কনকারীপাড়া গ্রামের লন্ডন প্রবাসী মত্তকি মিয়ার পুত্র মিনাল চৌধুরী কর্তৃক ধানকাটার মামলায় নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার এম এ বাছিতকে আসামী করায় উপজেলার সর্বত্র তোলপাড় চলছে। গত ২২ নভেম্বর উপজেলার কুর্শি ও নবীগঞ্জ সদর ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব জাহিদপুর মীরা খালের বাদী বিলের উত্তর পাশে ধান কাটার সময় পুলিশ নিয়ে কোন প্রকার মামলা বা আদালতের আদেশ ছাড়াই তারই সহোদর রাহেল চৌধুরীর বর্গা চাষী পূর্ব জাহিদপুর গ্রামের মাহমুদ আলীর পুত্রের রোপন করা পাকা ধান কাটতে বাঁধা দেয়। এঘটনার আইনী বৈধতা নিয়ে পুলিশ ও মিনালের লোকজনের সাথে বাকবিতন্ডা হয়। এঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এনিয়ে মবু মিয়া ও তার স্ত্রীয়সহ ১১ জনের বিরোদ্ধে গভীর রাতে অভিযোগ দেয় মিনাল আহমদ। ২৩ নভেম্বর কোন প্রকার তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করে থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান। ওই ঘটনার সময় সিলেট অবস্থানরত সাংবাদিক এম এ বাছিতকে ১০ আসামীভুক্ত করা হয়। পারিবারিক আত্বীয়তা বা জমি সংক্রান্ত ঘটনায় কোন প্রকার সংশ্লিষ্টতা না থাকার পরও নবীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীট সোনার বাংলা মডেল হা

লন্ডনি মিনালের মামলায় সাংবাদিক বাছিতকে আসামি করায় বিএনপির নিন্দা

নবীগঞ্জের কনকারীপাড়া গ্রামের লন্ডন প্রবাসী মত্তকি মিয়ার পুত্র মিনাল চৌধুরী কর্তৃক ধানকাটার মামলায় নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার এম এ বাছিতকে আসামী করায় উপজেলার সর্বত্র তোলপাড় চলছে।

গত ২২ নভেম্বর উপজেলার কুর্শি ও নবীগঞ্জ সদর ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব জাহিদপুর মীরা খালের বাদী বিলের উত্তর পাশে ধান কাটার সময় পুলিশ নিয়ে কোন প্রকার মামলা বা আদালতের আদেশ ছাড়াই তারই সহোদর রাহেল চৌধুরীর বর্গা চাষী পূর্ব জাহিদপুর গ্রামের মাহমুদ আলীর পুত্রের রোপন করা পাকা ধান কাটতে বাঁধা দেয়। এঘটনার আইনী বৈধতা নিয়ে পুলিশ ও মিনালের লোকজনের সাথে বাকবিতন্ডা হয়। এঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এনিয়ে মবু মিয়া ও তার স্ত্রীয়সহ ১১ জনের বিরোদ্ধে গভীর রাতে অভিযোগ দেয় মিনাল আহমদ। ২৩ নভেম্বর কোন প্রকার তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করে থানার ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামান।

ওই ঘটনার সময় সিলেট অবস্থানরত সাংবাদিক এম এ বাছিতকে ১০ আসামীভুক্ত করা হয়। পারিবারিক আত্বীয়তা বা জমি সংক্রান্ত ঘটনায় কোন প্রকার সংশ্লিষ্টতা না থাকার পরও নবীগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীট সোনার বাংলা মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক বিশিষ্ট সাংবাদিক এম এ বাছিতকে আসামীভুক্ত করা হয়। এঘটনায় জরুরী ভিত্তিতে আয়োজিত এক বিশেষ সভায় উপজেলা বিএনপির তরফে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিএনপির বৈঠকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় বিশিষ্ট সাংবাদিক এম এ বাছিতকে আসামি করায় উপজেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক,দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিতের উপর নবীগঞ্জ শহরের খালিক মঞ্জিলের বাসিন্দা মিনাল চৌধুরীর পারিবারিক বিরোধের জের হিসেবে গত ২৩ নভেম্বর দায়েরকৃত মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোন প্রকার তদন্ত ছাড়াই সম্পুর্ন মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা রেকর্ডকে উপজেলা বিএনপির তরফে ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হয়েছে।

এছাড়াও অবিলম্বে মামলার দায় থেকে সাংবাদিক এম এ বাছিতকে অব্যাহতি দেয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। এতে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা,সিনিয়র সভাপতি মোঃ বায়তুল্লাহ,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মজিদুর রহমান মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান অলি,সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদার। ওদিকে,নবীগঞ্জ প্রেসক্লাব এবং কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ এলাকাবসীর সাথে পরবর্তী করেনীয় নিয়ে মতবিনিময় করেছেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এঘটনায় শিক্ষক ও সাংবাদিক এম এ বাছিতকে হয়রনীমূলক মামলায় আসামী করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow