লন্ডনে জিয়া পরিবারের আবেগঘন মিলন

17 hours ago 4
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বারবার বিদেশে যাওয়ার আবেদন করলেও সুযোগ মেলেনি। এবার উন্নত চিকিৎসা নিতে লন্ডনে গিয়েছেন বিএনপির সর্বোচ্চ এই নেতা। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে বিমানবন্দরে আগে থেকে অপেক্ষমাণ ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ আত্মীস্বজন ও লন্ডন বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে বের হতেই মিলন হয় মা-ছেলের। অবসান ঘটে প্রায় সাড়ে সাত বছরের। মা খালেদা জিয়াকে পেয়ে জড়িয়ে ধরেন ছেলে তারেক রহমান। এ সময় সেখানে এক আনন্দঘন মুহূর্ত তৈরি হয়। এর আগে গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে কাতারের দোহায় গিয়ে পৌঁছে। এ ছাড়া যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান।
Read Entire Article