লন্ডনে বিবিসিসিআইর সংবর্ধনা
বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আক্কাস উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (BBCCI) লন্ডন রিজিয়ন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) লন্ডনের চেম্বার বোর্ডরুমে লন্ডন-বাংলাদেশ বিজনেস নেটওয়ার্কিং-এর অংশ হিসেবে BBCCI-এর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট হোটেল ও টুরিজম ব্যবসায়ী ও আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন BBCCI লন্ডন রিজিয়নের সভাপতি মনির আহমেদ, সেক্রেটারি তোফাজ্জল আলম, সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বশির আহমেদ, আনোয়ার খানসহ অন্যান্য নেতারা। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন লন্ডন বাংলা টিভির চিফ রিপোর্টার মুরাদ হোসেন এবং লন্ডন যমুনা টিভির চিফ রিপোর্টার রাকিবুল ইসলাম।
BBCCI লন্ডন রিজিয়নের সভাপতি মনির আহমেদ, সেক্রেটারি তোফাজ্জল আলম বলেন, বিনিয়োগ নিরাপত্তা পেলে আমরা লন্ডনের ব্যবসায়ীরা বাংলাদেশের হোটেল-মোটেল বা পর্যটন শিল্প বিকাশে বিনিয়োগে আগ্রহী। এর জন্য দেশে সার্বিক বিনিয়োগ নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা আশা করছি এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সংবর্ধনার জবাবে বিশিষ্ট ব্যবসায়ী আক্কাস উদ্দিন বলেন, চট্টগ্রামসহ সারা দেশে-বিদেশি বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। BBCCI বাংলাদেশে পর্যটন ও হোটেল মোটেল বিজনেসে এগিয়ে আসলে আমরা সার্বিক সহায়তা প্রদান করবো এবং আমরা তাদের পাশে থাকব। আক্কাস উদ্দিন তাকে সংবর্ধনা প্রদানের জন্য BBCCI নেতাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘BBCCI-এর সব নেতা এবং প্রবাসী সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আশা করি BBCCI-এর মাধ্যমে বাংলাদেশ ও লন্ডনের ব্যবসায়ী সমাজের মধ্যে একটি স্থায়ী ও সুসম্পর্ক বজায় থাকবে।