লন্ডনে বড় মেয়ের বাসায় রয়েছেন সালাহউদ্দিন আহমেদ

1 month ago 21

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে যুক্তরাজ্য গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে লন্ডন পৌঁছান তিনি। সালাহউদ্দিন আহমেদ লন্ডনে তার বড় মেয়ের বাসায় রয়েছেন।

জানা গেছে, সফরকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক করবেন সালাহউদ্দিন আহমেদ। অবশ্য এবারের সফরে অন্য কোনো সিডিউল প্রোগ্রাম রাখেননি তিনি। তারেক রহমানের সঙ্গে বৈঠকের বাইরে বড় মেয়ের পরিবারকে সময় দিবেন সালাহউদ্দিন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, সিডিউল কোনো প্রোগ্রাম না রাখলেও লন্ডনে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা তো হবেই। জানুয়ারির ৪/৫ তারিখের দিকে দেশে ফিরতে পারেন বলে জানান তিনি।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

Read Entire Article