লর্ডসের লর্ড এখন রুট

2 months ago 8

ক্রিকেট বিশ্বের কাছে লর্ডস একটি পবিত্র মঞ্চ। যে স্টেডিয়ামকে বলা হয় হোম অব ক্রিকেট, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে প্রাচীন ক্রীড়া জাদুঘর।

খ্যাতির কারণে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে রেকর্ড গড়াও এক রোমাঞ্চকর অনুভূতি। সেই রোমাঞ্চকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। ভারতের বিপক্ষে খেলতে নেমে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

সব সংস্করণ মিলিয়ে লর্ডসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রানের রেকর্ড দখলে নিয়েছেন রুট। অর্থাৎ লর্ডসের নতুন লর্ড এখন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

এই ঐতিহাসিক ভেন্যুতে ৩৩ ম্যাচে ২৫২৬ রান করেছেন রুট, আগের রেকর্ডধারী গ্রাহাম গুচকে (২৫১৩ রান) পেছনে ফেলে নতুন ইতিহাস লিখেছেন তিনি।

গতকাল লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেন রুট। টেস্টে এটি ছিল ডানহাতি ব্যাটারের ১০৩তম পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। এই তালিকায় তিনি এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের সঙ্গে। সবার ওপরে আছেন শচিন টেন্ডুলকার, যার রয়েছে ১১৯টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস।

এছাড়া ভারতের বিপক্ষেও রুট গড়েছেন আরেকটি বড় রেকর্ড। প্রথম ব্যাটার ভারতের বিপক্ষে টেস্টে ৩০০০ রান পূর্ণ করেছেন তিনি। দক্ষিণ এশিয়ার ক্রিকেট জায়ান্টদের বিপক্ষে ৩৩ টেস্টে তার রান এখন ৩০৫৪। এর মধ্যে রয়েছে ১০টি শতক।

এর আগে অ্যাশেজের বাইরে অন্য যেকোনো দ্বিপাক্ষিক সিরিজে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন মাত্র দুইজন। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স (৩২১৪ রান, ইংল্যান্ডের বিপক্ষে) ও ভারতের শচিন টেন্ডুলকার (৩৬৩০ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে)।

রুট আরেকটি বড় কৃতিত্বের দ্বারপ্রান্তে রয়েছেন। যদি আজ শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে এই ইনিংসকে শতকে রূপান্তর করতে পারেন, তবে এটি হবে তার ৩৭তম টেস্ট সেঞ্চুরি। যা তাকে স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) ও রাহুল দ্রাবিড়ের (ভারত) ওপর তুলে দেবে।

স্মিথ ও দ্রাবিড়ের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩৬। অর্থাৎ আজ তিন অংক ছুঁতে পারলে রুট টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হবেন। এটি হবে তার ৫৫তম আন্তর্জাতিক শতকও, যা হাশিম আমলার সঙ্গে যৌথভাবে ষষ্ঠ সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড।

এমএইচ/

Read Entire Article