লাইনআপ ফাঁস নিয়ে বিতর্ক, জিজ্ঞাসাবাদের মুখে ম্যানইউর দুই খেলোয়াড়

2 weeks ago 6

ম্যানচেস্টার ইউনাইটেডের রোববারের ম্যানচেস্টার ডার্বির লাইনআপ ম্যাচের দিন সকালেই ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় ক্লাবের কর্মকর্তারা নিজেদের দুই খেলোয়াড়কে জিজ্ঞাসাবাদ করেছেন বলে জানিয়েছে ‘দ্য টাইমস’। 

ফাঁস হওয়া লাইনআপ ও বিতর্ক 

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডার্বি ম্যাচের আগে ইউনাইটেডের শুরুর একাদশ সংবাদমাধ্যমে ফাঁস হয়। ম্যানচেস্টার ইভনিং নিউজ-এর প্রতিবেদক স্যামুয়েল লাকহার্স্ট এ তথ্য প্রকাশ করেন, যা পরে সঠিক বলে প্রমাণিত হয়। এটি ইউনাইটেডে কোনো নতুন ঘটনা নয়। এর আগেও বিভিন্ন কোচের অধীনে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, দলে থাকা কোনো খেলোয়াড়ই এসব তথ্য ফাঁস করেছেন। 

ক্লাব কর্মকর্তারা দুই খেলোয়াড়কে প্রশ্ন করেছেন, তারা বা তাদের কোনো সহযোগী লাইনআপ ফাঁসের জন্য দায়ী কিনা। তবে দুইজনই এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। ক্লাব এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত শুরু না করলেও প্রশ্ন তুলেছে ঘটনা নিয়ে। 

ডার্বি ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে সিটির বিপক্ষে জয় পায়। ম্যাচ শেষে ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম সাংবাদিকদের বলেন, ‘আমি এই ঘটনা সম্পর্কে জানি। এখনকার দিনে এই ধরনের ঘটনা ঠেকানো প্রায় অসম্ভব। খেলোয়াড়রা এজেন্ট বা বন্ধুদের সঙ্গে কথা বলে। এটি অবশ্যই ভালো কিছু নয়, তবে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

ফাঁস হওয়া লাইনআপের সবচেয়ে বড় চমক ছিল মার্কাস রাশফোর্ড এবং আলেহান্দ্রো গার্নাচোর অনুপস্থিতি। দুজনকেই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল। কোচ আমোরিম জানান, শৃঙ্খলা এবং মান নিয়ে আপস করার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে তারা আবারও দলে সুযোগ পাবেন বলে ইঙ্গিত দেন তিনি। 

ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য পরবর্তী ম্যাচ ক্যারাবাও কাপের কোয়ার্টার-ফাইনালে টটেনহ্যামের বিপক্ষে। তবে দলের ভেতরের এই তথ্য ফাঁসের ঘটনায় ক্লাবের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। লাইনআপ ফাঁসের জন্য দায়ী ব্যক্তি শনাক্তের বিষয়টি এখনো ক্লাবের জন্য বড় উদ্বেগের কারণ।

Read Entire Article