লাইভ-অ্যাকশন সংস্করণে জমজমাট ‌‘হাউ টু ট্রেন ইওর ড্রাগন’

2 months ago 27

‘হাউ টু ট্রেন ইওর ড্রাগন’ একটি জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র সিরিজ। এর প্রথম সিনেমাটি ২০১০ সালে মুক্তি পায়। তারপর ২০১৪ সালে ‘হাউ টু ট্রেন ইওর ড্রাগন ২’ এবং ২০১৯ সালে ‘দ্য হিডেন ওয়ার্ল্ড’ নামে সিরিজটির তৃতীয় কিস্তি মুক্তি পায়।

এই ফ্রাঞ্চাইজিটি বিশ্বব্যাপী ১.৬ বিলিয়ন ডলার আয় করেছে এবং চারটি অস্কার মনোনয়ন পেয়েছে।

সম্প্রতি ‘হাউ টু ট্রেন ইওর ড্রাগন’ সিরিজের নতুন লাইভ-অ্যাকশন সংস্করণের প্রথম ট্রেলার প্রকাশিত হয়েছে। এই সিনেমাটি ক্রেসিডা কাউয়েলের একই নামের জনপ্রিয় বইয়ের উপর ভিত্তি করে তৈরি। গল্পে হিকাপ নামক এক যুবক ভিকিংয়ের যাত্রা দেখানো হবে। পুরুষত্ব প্রমাণ করার জন্য একটি ড্রাগন হত্যার মিশনে পাঠানো হয় হিকাপ। কিন্তু হিকাপ ড্রাগনটিকে হত্যা না করে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে এবং একে প্রশিক্ষণ দেয়।

এই সিনেমাটি ইউনিভার্সাল পিকচার্স তৈরি করেছে, পরিচালনায় আছেন যথারীতি ডিন ডেব্লোইস। ২০২৫ সালের ১৩ জুন মুক্তি পাবে সিনেমাটির। ট্রেলারে হিকাপ চরিত্রে ম্যাসন থেমসকে দেখা গেছে। আরও অভিনয় করেছেন নিক ফ্রস্ট, নিকো পার্কার, জুলিয়ান ডেনিসন, গ্যাব্রিয়েল হোয়েল, ব্রনউইন জেমস, হ্যারি ট্রেভালডউইন এবং রুথ কডের মতো তারকারা।

Read Entire Article