লাখ টাকা বেতনে কর্মী নেবে প্রবাসীর সিটি

1 week ago 13

ডিরেক্টর (মার্কেটিং) পদে জনবল নিয়োগ দেবে প্রবাসীর সিটি লিমিটেডে। ফুল টাইম এই পদের বেতন ধরা হবে লাখ টাকা। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : প্রবাসীর সিটি লিমিটেড 

অবস্থান: পশ্চিম রামপুরা, ঢাকা 

প্রকল্প : প্রবাসীর সিটি কন্ডোমিনিয়াম – ১

পদবী: ডিরেক্টর (মার্কেটিং) 

পদসংখ্যা: ১ জন 

দায়িত্ব ও কর্তব্যসমূহ:

কোম্পানির সম্পূর্ণ মার্কেটিং ও ব্র্যান্ড ম্যানেজমেন্ট কার্যক্রম পরিচালনা করা। বিনিয়োগকারী ও ক্রেতা আকর্ষণে কৌশলগত প্রচারণা পরিকল্পনা ও বাস্তবায়ন করা। ডিজিটাল, প্রিন্ট ও অনলাইন প্ল্যাটফর্মে প্রবাসীর সিটির ব্র্যান্ড প্রচার। সেলস টিম, গ্রাফিক্স ও মিডিয়া পার্টনারদের সমন্বয় করা। রিপোর্ট তৈরি ও বোর্ড অফ ডিরেক্টরস-এর কাছে মাসিক মার্কেটিং অগ্রগতি উপস্থাপন এবং বিনিয়োগ ক্যাম্পেইন, ইনভেস্টর মিটিং ও কর্পোরেট ইভেন্ট তদারকি করা।

যোগ্যতা : যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং/বিজনেস/কমিউনিকেশন বিষয়ে স্নাতক (অগ্রাধিকার পাবেন এমবিএ ডিগ্রিধারীরা)।

রিয়েল এস্টেট সেক্টরে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্র্যান্ড আইডেন্টিটি, কন্টেন্ট প্ল্যানিং ও মিডিয়া নেটওয়ার্কিং বিষয়ে দক্ষতা। নেতৃত্বদানের ক্ষমতা, যোগাযোগ দক্ষতা ও টিম ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে।

বেতন ও সুবিধা:

* মূল বেতন: ১ লাখ টাকা

* পারফরম্যান্স ইনসেনটিভ, মোবাইল বিল ও ট্রাভেল অ্যালাওয়েন্স

* বছরে ২টি উৎসব ভাতা

কাজের সময় : শনিবার-বৃহস্পতিবার (সকাল ১০টা – সন্ধ্যা ৬টা)

আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীরা তাদের সিভি, পাসপোর্ট সাইজ ছবি ও প্রাসঙ্গিক অভিজ্ঞতার বিবরণ পাঠাতে পারেন নিম্নোক্ত ঠিকানায়- [email protected]

আবেদনের শেষ সময়: ৩১- অক্টোবর-২০২৫ইং 

Read Entire Article