লাখ টাকার চুক্তিতে পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক, থানায় মামলা

4 hours ago 7

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ইয়াছিন আরাফাত (৩৪) নামে একজন আটক হয়েছেন।

তিনি মাহবুবুর রহমান (২৮) নামে একজনের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। পরে দুইজনের বিরুদ্ধেই রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় থেকে সাড়ে ১২টা পর্যন্ত শাহবাগ থানাধীন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিমানের কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ পরীক্ষার দিন ধার্য ছিল। এদিন সকাল ১০টা ২০ মিনিটের দিকে কেন্দ্রের চতুর্থতলার ৪০৫ নম্বর কক্ষের সামনে ইয়াছিনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তার পরিচয় জানতে চান হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

তখন ইয়াছিন নিজেকে পরীক্ষার্থী পরিচয় দেন। কিন্তু তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্বীকার করেন মূল পরীক্ষার্থী মাহবুবুর রহমানের সঙ্গে এক লাখ টাকার চুক্তিতে পরীক্ষা দিতে এসেছেন।

পরে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল থেকে ইয়াছিন আরাফাতকে আটক করেন। এসময় তার কাছ থেকে মূল পরীক্ষার্থী মাহবুবুর রহমানের দেওয়া নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে শাহবাগ থানায় দুইজনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

এমএমএ/বিএ

Read Entire Article