লাখী আখন্দের সুরে বাপ্পা-শম্পা গাইলেন ‘ভবের নদী’

2 months ago 27

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। প্রতিনিয়তই নতুন গান করে যাচ্ছেন তিনি। সম্প্রতি গাইলেন আরও একটি গান। শিরোনাম ‌‘ভবের নদী। এতে বাপ্পার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সাঈদা শম্পা। গানটির সুর করেছেন প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী লাকী আখন্দ।

সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই। এটি লিখেছেন গীতিকার গোলাম মোর্শেদ। বৃহস্পতিবার ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।

গানটি প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘লাকী আখন্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আমার খুব ভালো লাগছে তার সুরে এমন একটি গান করতে পেরে। এ জন্য মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে শম্পা দারুণ গেয়েছেন। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’

সাঈদা শম্পা বলেন, ‘লাকী আখন্দের সুরে গান করতে পারা যে কোনো শিল্পীর জন্য আনন্দের বলতে হয়। এর সঙ্গে বাপ্পা মজুমদারের কণ্ঠ যোগ হয়েছে ‘ভবের নদী’ গানে। আশা করছি শ্রোতারা গানটি উপভোগ করবেন।’

এলএ/জিকেএস

Read Entire Article