লাখো মুসল্লির অংশগ্রহণে গোর-এ শহীদ ময়দানে ঈদের জামাত

2 months ago 23

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৮ টায় নামাজ আদায় করেছেন বিভিন্ন দেশ থেকে আসা কয়েকশ মুসল্লি।

এদিকে সকাল ৬টা থেকে মুসল্লিরা সমবেত হতে শুরু করেন ঈদগাহে। ঠিক সাড়ে ৮টায় শুরু হয় নামাজ। ইমামতি করেন মাওলানা মো. মাহফুজুর রহমান। নামাজ শেষে ফিলিস্তিনসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহ এবং ৭১ ও ২৪ এ শহীদ-আহতদের জন্য দোয়া করা হয়।

জামাতে অংশ নেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা।

এদিকে বৃহৎ এ জামাতে অংশ নিতে পেরে খুশি মুসল্লিরা। সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হওয়ায় দূর-দূরান্তের মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করতে পেরেছেন।

লাখো মুসল্লির অংশগ্রহণে গোর-এ শহীদ ময়দানে ঈদের জামাত

শুধু দিনাজপুর ও আশপাশের জেলা নয়, জামাতে নামাজ আদায় করতে আসেন দূরদূরান্ত থেকে আগত মুসল্লিরা। নীলফামারী থেকে এসেছিলেন রংপুর একটি হিমাগারের ম্যানেজার আব্দুস সাত্তার (৬৩)। তিনি জানান, ‘আট বার এ মাঠে নামাজ আদায় করেছি। অন্যান্য বারের চেয়ে এবারে ব্যবস্থাপনা ভাল ছিল। এতো মুসল্লির সঙ্গে নিয়ে নামাজ আদায় করার অনুভূতি কাউকে বোঝানো কঠিন।।

বৃহৎ এ জামাতে অংশ নেওয়া মুসল্লিদের জন্য স্থাপন করা হয় শৌচাগার, ওজুর ব্যবস্থা। বসানো হয় মেডিকেল টিম। পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রশাসনের কর্মকর্তারা।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস

Read Entire Article