টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। আজও সকাল ৮টা থেকে রাজধানীতে লাগাতার বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়ছেনে পথচারী, অফিসগামী ও খেটে-খাওয়া মানুষ।
একটানা বৃষ্টিতে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে। অফিসগামী ও খেটে-খাওয়া মানুষরা পড়েছেন চরম ভোগান্তিতে।
রাজধানীর মগবাজারের বাসিন্দা এলাহী জাগো নিউজকে বলেন, অফিস শুরু সকাল ১০টায়। এখনো গন্তব্যে পৌঁছাতে পারিনি। ছাতা নিয়ে বের হয়েছি, কিন্তু বাসে সিট নেই। হেঁটে হেঁটে যাচ্ছি।
একই সমস্যার কথা জানালেন রাজধানীর হাতিরপুলের বাসিন্দা নঈম হাসান। তিনি জানান, টানা বৃষ্টি হচ্ছে, কোনো থামাথামি নেই। আটকা পড়ে আমার দোকানে এখনো যেতে পারিনি।
টানা বৃষ্টিতে ভোন্তির কথা জানিয়েছেন রিকশাচালকরাও। বাংলামোটরে কথা হয় রিকশাচালক রহমত উল্লাহর সঙ্গে। তিনি জানান, সকাল থেকে মাত্র ৭০ টাকার ভাড়া পেয়েছি। বৃষ্টিতে যাত্রীও নেই। আবার ভিজে যাওয়ার কারণে অনেকে উঠেনও না। আমরাতো ভিজে ভিজেই চালাচ্ছি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি কমতে পারে। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে।
আরএএস/এমআইএইচএস/এমএস