লাঠি ও জুতা দিয়ে রিকশাচালককে বেধড়ক পেটালেন সমাজসেবা কর্মকর্তা

3 hours ago 4

রাজশাহীতে জুতা ও লাঠি দিয়ে এক রিকশাচালককে বেধড়ক মারধর করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি ১ ফেব্রুয়ারির। তবে সম্প্রতি ভিডিওটি প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, রিকশা থেকে নামার সময় সমাজসেবার এই কর্মকর্তা রিকশাওয়ালাকে ভাড়া দিচ্ছেন। এ সময় রিকশাওয়ালা নিজের পাওনা টাকা নিয়ে বাকি টাকা ফেরত দিচ্ছেন। তখন রিকশাওয়ালাকে বলতে শোনা যাচ্ছে, ‘ভাড়া বলে উঠবেন’। তখন এই সমাজসেবা কর্মকর্তা বলছেন, ‘বলে উঠব ঠিক আছে, ভাড়া ৩০ টাকা তো কেউ চায় না।’ এই বলে তিনি রিকশা থেকে নেমে যান।

তখন রিকশাওয়ালা চলে যাওয়ার সময় ‘হঠকারী ভাড়া ইয়া করবেন’। তখন সমাজসেবা কর্মকর্তা ওই রিকশাওয়ালাকে বলছেন ‘একবার বলছ না, আবার বলছ কেন?’ এ কথা বলেই তিনি নিজের পায়ের জুতা খুলে পিটুনি শুরু করেন। পরে পাশেই দাঁড়িয়ে থাকা একটি কালো রঙের গাড়ি থেকে লাঠি বের করে আবার পেটাতে থাকেন। 

ভিডিও সম্পর্কে জানতে পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ হাসান রাসেলের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সেটি রিসিভ হয়নি। 

রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুনের মুঠোফোনেও কল করা হলে সেটি রিসিভ হয়নি। 

তবে এ বিষয়ে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মুস্তাক হোসেন কালবেলাকে বলেন, আপনি যেমন ভিডিওটি দেখেছেন, আমিও দেখলাম। এ বিষয়ে পদক্ষেপ নেবেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, হায়ার অথরিটিও বিষয়টি জানে, উনারা এখন যা করার করবে।

Read Entire Article