লার্নাথন ৩.০-এর চূড়ান্ত পর্বে বিইউবিটি শিক্ষার্থীরা বিজয়ী

2 months ago 53

ঢাকার মহাখালীর ব্রেইন স্টেশন ২৩-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত প্রযুক্তি প্রতিযোগিতা লার্নাথন ৩.০-এর চূড়ান্ত পর্ব। এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রতিযোগীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। চূড়ান্ত পর্বে ৭টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিশেষজ্ঞ বিচারক প্যানেল প্রতিটি প্রকল্প মূল্যায়ন করেন ।

প্রতিযোগিতার অন্যতম আলোচিত ক্যাটাগরি এএসপি.নেট-এ বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) প্রতিনিধিত্বকারী দল ‘বাইনারি ব্রেইন্স’। দলটি তাদের আধুনিক ই-কমার্স প্ল্যাটফর্ম ভিত্তিক প্রকল্প ‘আমার টেক’ উপস্থাপন করে চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করে।

বিজয়ী দলের নেতৃত্বে ছিলেন বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. এমরান হোসেন। দলের অন্যান্য সদস্যরা হলেন মো. ফাহমিদুল ইসলাম প্রান্ত এবং মো. রিফাতুল ইসলাম। তাদের প্রকল্পের ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ব্যবহারিক প্রয়োগের দিকগুলো বিশেষভাবে প্রশংসিত হয়। চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ তারা পান ৫০,০০০ টাকা অর্থমূল্যের পুরস্কার।

উল্লেখ্য, এ প্রতিযোগিতার পূর্বে ১৬ সপ্তাহব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ৫০৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রশিক্ষণ ও কঠোর বাছাইয়ের পর ৬৭টি দল চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে।

বিইউবিটির এ অর্জন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, এই বিজয় আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি। বিইউবিটি সবসময় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষতায় উৎসাহিত করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বিইউবিটি পরিবারের পক্ষ থেকে বিজয়ী দলকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Read Entire Article