লালপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

2 days ago 13

নাটোরের লালপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আব্দুল মোমিন নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন উপজেলার কেশবপুর গ্রামের আকের মন্ডলের ছেলে।

আজিমনগর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রেললাইন দিয়ে হাঁটার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ট্রেনের ধাক্কায় মোমিন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেজাউল করিম রেজা/ইএ

Read Entire Article