লালপুরে রেললাইনে ফাটল, ধীরগতি ট্রেন চলাচলে

2 weeks ago 14

নাটোরের লালপুরে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে ট্রেন চলাচল বন্ধ না হলেও ধীরগতিতে চলাচল করছে।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে আজিম নগর রেলওয়ে স্টেশনের অদূরে নর্থ বেঙ্গল সুগার মিলের পেছনে বিহারি পাড়া এলাকায় এই ফাটল দেখা দেয়।

লালপুরের আজিমনগর রেলওয়ের স্টেশন ম্যানেজার কামরুল ইসলাম বলেন, দুপুরে নিরাপত্তা কর্মীরা রেললাইন পরিদর্শনে গিয়ে লাইন ভাঙা দেখতে পান। পরে তারা স্টেশন মাস্টারের মাধ্যমে জানালে পিডব্লিউডির লোকজন এসে লাইন মেরামতের কাজ শুরু করেন। তবে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। ওই লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে।

রেজাউল করিম রেজা/জেডএইচ/জিকেএস

Read Entire Article