লালবাগে ছাত্রদলের উদ্যোগে মাসব্যাপী ইফতার

3 hours ago 7

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর লালবাগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার কর্মসূচি গ্রহণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (০৬ মার্চ) কর্মসূচির অংশ হিসেবে টানা পঞ্চম দিনে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করে তারা।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রদলের সাবেক  সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি পালন করেন। 
এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন রাব্বি ছাড়াও থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আরাফাত হোসেন ইমন, সদস্য মিলন আহম্মেদসহ থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

তরিকুল ইসলাম তারিক প্রধান অতিথির বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী দুঃশাসন,নির্যাতন, নিপীড়ন, জেল-জুলুমকে উপেক্ষা করে ও বিরুদ্ধ রাজনৈতিক প্রবাহে সকল প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙুল দেখিয়ে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে।  পবিত্র মাহে রমজানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সমতা, মানবিকতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে জনকল্যাণমুখী একটি জনবান্ধব সমাজ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

এ বিষয়ে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন রাব্বি বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি সাধারন মানুষের পাশে দাঁড়ানোর। আমরা চাই মানুষ সারাদিন রোজা রেখে একটু ভালো খাবারের মাধ্যমে ইফতারি করুক। আমরা চাই সবাইকে নিয়ে একটি সুখি সমৃদ্ধশালী দেশ গঠন করতে।

Read Entire Article