লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে জিরা ও কাপড় জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাপড় জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) বিকেলে ভারতীয় এসব পণ আটকের বিষয়টি নিশ্চিত করে ১৫ বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ২৪ ডিসেম্বর দিন ও রাতে ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি ও সদর দপ্তরের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয় পণ্য গোপনে মজুদ ও পরিবহনের প্রস্তুতির তথ্য পায় বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করে বিজিবি সম্ভাব্য চলাচল রুটে একটি চেকপোস্ট স্থাপন করে। পরে কুড়িগ্রাম দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠ এলাকা থেকে আটকের পর তল্লাশি করে ভ্যানের ভেতর থেকে ২ হাজার ৫১১ কেজি ভারতীয় জিরা ও ১৮০টি ভারতীয় শাল-চাদর জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৭১ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমা

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে জিরা ও কাপড় জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাপড় জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) বিকেলে ভারতীয় এসব পণ আটকের বিষয়টি নিশ্চিত করে ১৫ বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ২৪ ডিসেম্বর দিন ও রাতে ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি ও সদর দপ্তরের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা ভারতীয় পণ্য গোপনে মজুদ ও পরিবহনের প্রস্তুতির তথ্য পায় বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করে বিজিবি সম্ভাব্য চলাচল রুটে একটি চেকপোস্ট স্থাপন করে। পরে কুড়িগ্রাম দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠ এলাকা থেকে আটকের পর তল্লাশি করে ভ্যানের ভেতর থেকে ২ হাজার ৫১১ কেজি ভারতীয় জিরা ও ১৮০টি ভারতীয় শাল-চাদর জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৭১ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্তে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। এর ফলে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার তার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক চক্র সক্রিয় হয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থান গ্রহণ করছে। সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে বিজিবি তার অপারেশনাল কর্মকান্ড অব্যাহত রাখছে। দেশের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow