লালমনিরহাটে ৪ মাসে ২০০ হারানো মোবাইল উদ্ধার

2 months ago 37

লালমনিরহাটে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত গত ৪ মাসে হারানো মোবাইল ফোনের ২০০টি উদ্ধার করে ব্যবহারকারী মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে ৩৮টি, ফেব্রুয়ারি মাসে ৬২টি, মার্চ মাসে ৫৬টি এবং এপ্রিল মাসে ৪৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

মোবাইল ফোন হারানোর ২ মাস পর তা ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে স্কুল শিক্ষক গোলাম মোস্তফা  বলেন, বেতনের টাকা থেকে একটু একটু করে জমিয়ে ফোনটি কিনেছিলাম। ফোন হারানোর পর আর দামি ফোন কিনতে পারিনি। হারানো মোবাইল ফেরত পাওয়ায় জেলা পুলিশকে ধন্যবাদ জানাই।

ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল করিম জানান, শখের মোবাইলটা পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ একদিন এসপি অফিস থেকে ফোন করে ডেকে পুলিশ মোবাইলটা হাতে তুলে দিয়েছে। এতে আমি অনেক খুশি।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম থানায় মোবাইল ফোন হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরির বিপরীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হারানো মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয়। এরপর সেগুলো ব্যবহারকারী মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অবশিষ্ট হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারের তৎপরতা চলমান রয়েছে। গত চার মাসে লালমনিরহাট জেলার ৫টি থানায় মোবাইল ফোন হারানোসংক্রান্ত বিষয়ে মোট জিডি করা হয়েছে ৪৬১টি।

Read Entire Article