লালমাটিয়ায় এভেরোজ স্কুলে হামলা, শিক্ষক-কর্মচারী আহত

রাজধানীর লালমাটিয়ায় এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে মালিকানা নিয়ে বিরোধ, অনিয়মের জেরে হামলা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে হামলা হয়েছে বলে দাবি করেছে স্কুলের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান। হামলার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। স্কুলের লালমাটিয়া শাখায় এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আখতারুজ্জামান ঘটনাটিকে ‘পরিকল্পিত’ বলে দাবি করেছেন। তিনি বলেন, সাবেক প্রিন্সিপাল আনিসুর রহমান সোহাগের নির্দেশে একদল সকালে স্কুলে হামলা চালায়। এতে শিক্ষক-কর্মচারীরা আহত হয়েছেন। এ সময় স্কুলে পরীক্ষা চলছিল। তিনি বলেন, ছোট ছোট বাচ্চারা এমন ঘটনা জীবনে কখনো দেখেনি। অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে আমরা অভিভাবকদের আশ্বস্ত করতে চাই, ভয়ের কিছু নেই। স্কুলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি আমরা নিজস্ব নিরাপত্তা বাড়িয়েছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ডিসেম্বরে সোহাগকে প্রিন্সিপালের দায়িত্ব থেকে অপসারণ করা হয়। সোহাগের জমা দেওয়া শিক্ষাগত সনদ ‘জাল’, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অবৈধ ঘোষণা করে। পরে ঢাকা শিক্ষা বোর্ডও তাকে অপসারণের নির্দেশ দেয়। একই সঙ্গে প্রতিষ্ঠান ও ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসা

লালমাটিয়ায় এভেরোজ স্কুলে হামলা, শিক্ষক-কর্মচারী আহত
রাজধানীর লালমাটিয়ায় এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে মালিকানা নিয়ে বিরোধ, অনিয়মের জেরে হামলা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে হামলা হয়েছে বলে দাবি করেছে স্কুলের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান। হামলার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। স্কুলের লালমাটিয়া শাখায় এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আখতারুজ্জামান ঘটনাটিকে ‘পরিকল্পিত’ বলে দাবি করেছেন। তিনি বলেন, সাবেক প্রিন্সিপাল আনিসুর রহমান সোহাগের নির্দেশে একদল সকালে স্কুলে হামলা চালায়। এতে শিক্ষক-কর্মচারীরা আহত হয়েছেন। এ সময় স্কুলে পরীক্ষা চলছিল। তিনি বলেন, ছোট ছোট বাচ্চারা এমন ঘটনা জীবনে কখনো দেখেনি। অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে আমরা অভিভাবকদের আশ্বস্ত করতে চাই, ভয়ের কিছু নেই। স্কুলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি আমরা নিজস্ব নিরাপত্তা বাড়িয়েছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ডিসেম্বরে সোহাগকে প্রিন্সিপালের দায়িত্ব থেকে অপসারণ করা হয়। সোহাগের জমা দেওয়া শিক্ষাগত সনদ ‘জাল’, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অবৈধ ঘোষণা করে। পরে ঢাকা শিক্ষা বোর্ডও তাকে অপসারণের নির্দেশ দেয়। একই সঙ্গে প্রতিষ্ঠান ও ব্যাংক হিসাব থেকে অর্থ আত্মসাতের অভিযোগে হাইকোর্টে রিট করা হয়েছে। প্রতিষ্ঠানে আনিসুর রহমান সোহাগের ৪২ আত্মীয় কর্মরত, যারা বিভিন্ন অনিয়মে জড়িত বলে দাবি চেয়ারম্যানের। চেয়ারম্যান মো. আখতারুজ্জামান জানান, সোহাগ ৯ মাস ধরে স্কুলে না এলেও প্রিন্সিপাল পরিচয়ে বেতন নিয়েছেন। সিগনেটরি জটিলতার কারণে বেতন বন্ধ করা যায়নি বলে তিনি জানান। সোহাগের নির্দেশে এই হামলা হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তিনি বলেন, আমরা পুলিশে অভিযোগ করেছি। স্কুল এলাকায় পুলিশ নিরাপত্তা বাড়িয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, হাতাহাতির খবর পেয়ে থানা পুলিশ গিয়েছিল। ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে আসে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের টহল গাড়ি নজর রাখছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow