লাহোরে আচমকা ভারতীয় ড্রোন, গুলি চালাল পাকিস্তানি বাহিনী

1 month ago 16
পাকিস্তানের লাহোরের একটি এলাকায় ভারতীয় ড্রোন অনুপ্রবেশ করেছে। শনাক্তের পর সেটি গুলি করে ভূপাতিত করে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (৮ আগস্ট) এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পাকিস্তান।   পাকিস্তান অবজারভারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি ভূখণ্ডে ড্রোনটি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এতে কোনো বিস্ফোরক পদার্থ ছিল না। লাহোরের মানাওয়ান এলাকায় এই ঘটনাটি ঘটে। ড্রোনটি আরও তদন্তের জন্য নিরাপত্তা বাহিনী হেফাজতে নিয়েছে। এসএসপি ক্যান্ট কাজী আলী রাজা বলেন, নজরদারি ড্রোনটি ভারত থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো এর তদন্ত শুরু করেছে। ২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে তীব্র সামরিক সংঘর্ষের পর এই ঘটনা ঘটল। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে পাকিস্তানি বাহিনী।  জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের সংঘাত বাধে। তখন ভারত ‘অপারেশন সিঁদুর’-এর নামে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায়। জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ নামে একটি সমন্বিত সামরিক প্রতিক্রিয়া দেখায়। এই অভিযান বিভিন্ন সেক্টরে ভারতীয় সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সংক্ষিপ্ত সংঘাতের সময় পাকিস্তান তিনটি উন্নত রাফায়েল জেটসহ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান এবং একাধিক নজরদারি ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তিটির ঘোষণা করেন। তিনি দাবি করেন, ওয়াশিংটনের কূটনৈতিক সম্পৃক্ততা এবং চাপ শত্রুতা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
Read Entire Article