লিখিত ও বহুনির্বাচনীর সমন্বয়ে হবে জবির ভর্তি পরীক্ষা

1 month ago 28
সমন্বিত গুচ্ছ থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্রভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু আগামী ৩১ জানুয়ারি। ১০০ নম্বরের পরীক্ষায় ৪৮ নম্বর হবে লিখিত ২৪ নম্বর হবে বহুনির্বাচনী প্রশ্ন। বাকি ২৮ নম্বর হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর। বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন আহমেদ এসব তথ্য জানান।   তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিট চারুকলা অনুষদের পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এ ছাড়া ১৪ ফেব্রুয়ারি ‘ডি ইউনিট’ সামাজিক বিজ্ঞান অনুষদ, ১৫ ফেব্রুয়ারি ‘বি ইউনিট’ কলা অনুষদ, ২১ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদ ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষার মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হবে।  বিজ্ঞান ও বিজনেস অনুষদের পরীক্ষার জন্য এইচএসসিতে সংশ্লিষ্ট বিভাগের সিলেবাস ও কলা অনুষদের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান থেকে লিখিত ও বহুনির্বাচনী আকারে প্রশ্ন হবেও বলে জানান রেজিস্ট্রার। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে ১২ ও ১৬ মার্ক হিসেব করা হবে।
Read Entire Article