লিখিত পরীক্ষার ফরম পূরণের মেয়াদ বাড়ালো বার কাউন্সিল

3 months ago 11

আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এনরোলমেন্ট লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণ/দাখিল/প্রোফাইল সাবমিটের সময় ১৪ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। বুধবার (৪ জুন) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তার সই করা নোটিশে বলা হয়েছে, বার কাউন্সিলের বিগত ঘোষিত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮ জুন বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষার অনলাইন প্রোফাইল সাবমিট/ফরমপূরণ কার্যক্রম নির্ধারিত ওয়েবসাইটে আগামী ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বর্ধিত করা হলো।

২৮ জুন এনরোলমেন্ট লিখিত পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রার্থী-তালিকা উক্ত তারিখের মধ্যেই চূড়ান্ত করতে হবে বিধায় এই সময়ের পর ফরম পূরণ/প্রোফাইল সাবমিটের আর কোনো সুযোগ কোনো অবস্থাতেই থাকবে না।

উল্লিখিত বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্ত অনুযায়ী আসন্ন এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক যোগ্য সব প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম সম্পন্ন করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

নোটিশে আরও বলা হয়েছে, অনলাইন ফরম পূরণ/প্রোফাইল সাবমিট প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর নতুন করে পরীক্ষার কোনো আবেদন গ্রহণ করার কোনো সুযোগ না থাকায় সব উপযুক্ত প্রার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে উক্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নির্ধারিত তারিখ ও সময় অতিবাহিত হওয়ার পর অনলাইন ফরম পূরণ/প্রোফাইল সাবমিট প্রোগ্রামটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এবং উক্ত লিখিত পরীক্ষার ফরম দাখিল/প্রোফাইল অন্তর্ভুক্তির জন্য নতুন করে কোনোরূপ আবেদন/নিবেদন/অনুরোধ/আর্জি/দরখাস্ত গ্রহণ করা হবে না। অনলাইন ফরম দাখিল/প্রোফাইল সাবমিট করার সর্বশেষ সময়: ১৪ জুন রাত ১১ টা ৫৯ মিনিট।

এফএইচ/এমআইএইচএস/এমএস

Read Entire Article