লিঙ্গসমতা কেবল নারীদের বিষয় নয় বরং এটি মানবাধিকার, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে অগ্রসর হওয়ার একটি মাধ্যম। এই লক্ষ্য অর্জনে সব অংশীজনের সহযোগিতা ও ঐক্য প্রয়োজন।
মঙ্গলবার (২৭ মে) এক অনুষ্ঠানে কানাডার হাইকমিশনার অজিত সিং এই কথা বলেন। মানুষের জন্য ফাউন্ডেশনের নবায়িত প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রকল্পের জন্য ৯.৭ মিলিয়ন কানাডিয়ান ডলার অর্থায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এই প্রতিশ্রুতির ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে। প্রকল্পের সাফল্যের ভিত্তিতে নবায়িত উদ্যোগটি আরও বিস্তৃত পরিসরে কাজ করবে। নারীর অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোকে শক্তিশালী করার পাশাপাশি নারী নেতৃত্বাধীন ও প্রান্তিক সম্প্রদায়ের সংগঠনগুলোর জাতীয় আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।
অজিত সিং বলেন, নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা ও একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আমাদের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কানাডা গর্বের সঙ্গে এই উদ্যোগকে সমর্থন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নারীর ক্ষমতায়নের জন্য আমাদের দরকার তৃণমূলের সংগঠনগুলোকে সহযোগিতা করা। আমার মনে হয় সময় এসেছে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নীতিমালা থাকা উচিত।
বাংলাদেশে কানাডার হাইকমিশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে ৫০ টিরও বেশি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যার মধ্যে নারী অধিকারভিত্তিক সংগঠন, নারী নেটওয়ার্ক এবং প্রান্তিক সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও ছিলেন।
এমআইএইচএস/এএসএম

5 months ago
10









English (US) ·