লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

2 weeks ago 21

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের দলে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। থাকছেন না টি-টোয়েন্টি সিরিজেও। তার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

উইকেটরক্ষক এই ব্যাটারকে অধিনায়ক করে মঙ্গলবার ক্যারিবীয়দের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

দলে চমক তরুণ পেসার রিপন মন্ডল। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। বাদ পড়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম। চোট কাটিয়ে ফিরেছেন তানজিম হাসান সাকিব। ছুটিতে থাকায় নেই মোস্তাফিজুর রহমান।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৬ ডিসেম্বর কিংস্টোনে।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

এমএমআর/জেডএইচ/

Read Entire Article