২০২০ সালে লিগ শিরোপা জিতছিল লিভারপুল। তবে কোভিড মহামারির কারণে সেবার উৎসব করতে পারেনি ভক্তরা। ২০২৫ সালে আবারও চ্যাম্পিয়ন অল রেডরা। প্রায় ৩৫ বছর পর উৎসব করতে পারার সুযোগ। তাই পুরো লিভারপুল শহর ছিল প্রায় উন্মাতাল।
তবে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় উৎসব রূপ নিয়েছে বিষাদে। লিভারপুলের ট্রফি প্যারেডে গাড়ি নিয়ে সমর্থকদের ধাওয়া করেছেন ব্রিটিশ এক নাগরিক। গাড়িচাপায় আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। যাদের মধ্যে ৪... বিস্তারিত