লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা

4 hours ago 6

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে সাধারণ জনগণের সহায়তা চেয়েছে পুলিশ। পুরস্কার ঘোষণা করা হয়েছে অস্ত্রের সন্ধানদাতার জন্য। 

সোমবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লুণ্ঠিত অস্ত্রের সন্ধান কিংবা অস্ত্র উদ্ধারে সহযোগিতাকারীকে আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। যে কেউ পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। 

বিজ্ঞপ্তিতে অস্ত্রের ধরন অনুযায়ী পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে, গুলি ৫০০ টাকা, পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা, রাইফেল ১ লাখ টাকা, এসএমজি (সাব-মেশিনগান) দেড় লাখ টাকা ও এলএমজি (লাইট মেশিনগান) ৫ লাখ টাকা। 

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সাম্প্রতিক সংঘর্ষ ও অস্থিতিশীল পরিস্থিতিতে জেলার বিভিন্ন থানার অস্ত্রাগার থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়েছে। লুট হওয়া এসব অস্ত্র উদ্ধার করা পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি বলেন, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের দায়িত্ব শুধু পুলিশের নয়। এটি জননিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এসব অস্ত্র উদ্ধারে যে কেউ তথ্য দিয়ে সহায়তা করলে তাকে যথাযথভাবে সম্মান ও পুরস্কৃত করা হবে।

Read Entire Article