লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই ভালো লাগছে না

5 months ago 43

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জনতার মঞ্চের বিভিন্ন উইংয়ের মুভগুলো স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিনের লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোন সংস্কারই আর ভালো লাগছে না’।

BTMA

সোমবার (২৬ মে) দিবাগত রাতে ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘সংবাদ সম্মেলনে এক রাজনৈতিক দলের ব্যবসায়ী নেতা বললেন, শিল্পে গ্যাস না দিয়ে যেন বুদ্ধিজীবী হত্যার মতোই ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে! শ্রমিকদের বেতন দিতে দেরি হলে সরকার হুমকি দিচ্ছে। শুনে মনে হবে, কী ভয়ংকর জুলুমবাজ সরকার! অথচ পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় শিল্পে গ্যাস সরবরাহ ২২ শতাংশ বেড়েছে এবং তা ধারাবাহিকভাবে বাড়ছেই।’

তিনি আরও লেখেন, ‘জনতার মঞ্চের বিভিন্ন উইংয়ের মুভগুলো স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিনের লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোন সংস্কারই আর ভালো লাগছে না।’

BTMA

তিনি এই সরকারের শিল্পখাতে গ্যাস সরবরাহের একটি বাস্তব চিত্র তুলে ধরেন তার ফেসবুক পোস্টে।

এসএনআর/জিকেএস

Read Entire Article