লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজ, সম্পাদক শাফায়েত
বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন (২০২৫-২৬) কমিটি গঠন করা হয়েছে। এতে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীকে পদাধিকারবলে সভাপতি এবং যুগ্মসচিব এস এম শাফায়েত হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) বাগিচা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন- সহসভাপতি পদে ড্রাফটিংয়ের যুগ্মসচিব রফিকুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদকে সিনিয়র সিস্টেম এনালিস্ট মোহাম্মদ জিয়া উদ্দীন, সাংগঠনিক সম্পাদকে উপসচিব মোহাম্মদ আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পদে উপসচিব মো. রাজিব হাসান, দপ্তর সম্পাদকে উপসচিব মৌসুমী দাস ও প্রচার সম্পাদক পদে রয়েছেন সিনিয়র সহকারী সচিব সৌমেন পালিত বাবু। এছাড়া সদস্য পদে রয়েছেন যুগ্মসচিব জাকির হোসেন ও মো. মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান, জিহান বিনতে এনাম, মো. আরিফ রাব্বানী খান, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সহকারী সচিব মুহাম্মদ হারেস।
এবিষয়ে সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম শাফায়েত হোসেন বলেন, লেজিসলেটিভ সার্ভিসের দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও ক্ষোভ দূরীকরণ, সার্ভিসের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধসহ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য সংগঠন সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করবে।