লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৪০ বাংলা‌দে‌শি

3 weeks ago 11

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৪০ বাংলা‌দে‌শি নাগ‌রিক দে‌শে ফির‌ছেন। লেবাননের রাজধানী বৈরুত থেকে দুবাই হয়ে বিমান‌যো‌গে ঢাকায় ফিরবেন তারা। 

‌লেবান‌নের স্থানীয় সময় রোববার রা‌তে এই তথ‌্য জা‌নায় বৈরু‌তের বাংলা‌দেশ দূতাবাস।

দূতাবাস জানায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) ৪০ জনের দ্বাদশ গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে বিমানযোগে রওয়ানা করবে। ওইদিন সকা‌লে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হ‌বেন তারা। তাদের বহনকারী বিমান বাংলা‌দেশ সময় রাত ১১টায় হজরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে।

উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলা‌দে‌শি‌দের দে‌শে ফেরা অব‌্যাহত র‌য়ে‌ছে। সব‌শেষ, গত ২১ ন‌ভেম্বর দেশ‌টি থে‌কে ৮২ বাংলা‌দে‌শি দে‌শে ফে‌রে। এ নি‌য়ে ক‌য়েক দফায় লেবানন থে‌কে দে‌শে ফি‌রে‌ছেন ৬৯৭ জন বাংলাদেশি।

Read Entire Article