লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩০

1 month ago 31

লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শনিবার (২৩ নভেম্বর) দেশটির পূর্ব এবং দক্ষিণাঞ্চলে দখলদার বাহিনীর হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলে নিহত হয়েছে আরও কমপক্ষে ১৪ জন।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে পাঁচটি প্রজেক্টাইল ছোড়া হয়েছে। ইসরায়েলের ড্যান, শ্যারোন এবং মেনাশে অঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। তবে এসব প্রজেক্টাইল প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়েছে।

এছাড়া আরও একটি প্রজেক্টাইল একটি খোলা জায়গা পড়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চল এবং আপার গ্যালিলি অঞ্চলেও সাইরেন বেজে উঠেছে। সেখানে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়েছে।

তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী রোববার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন থেকে ড্রোন হামলা এখন শেষ হয়েছে।

ওই বিবৃতিতে জানানো হয়েছে, বেশ কিছু ড্রোন লেবানন থেকে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছে। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়েছে।

গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩ হাজার ৬৭০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৫ হাজার ৪১৩ জন।

টিটিএন

Read Entire Article