লেবাননে ইসরায়েলের ৬ সেনা নিহত

2 months ago 31

লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এর ফলে দেশটির প্রতিরোধ প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক সংঘর্ষ হচ্ছে। এ সংঘর্ষে লেবাননে ইসরায়েলের আরও ছয় সেনা নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহ সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের ছয় সেনা নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের গভীরে সেনারা অভিযানকালে তাদের হতাহতের খবর সামনে এসেছে। 

আইডিএফ জানিয়েছে, সেনারা সীমান্তের ওপারের গ্রামাঞ্চলে দ্বিতীয় ধাপে অভিযানকালে এ ঘটনা ঘটেছে। কেননা দক্ষিণ লেবাননে ইসরায়েল তাদের স্থল অভিযান আরও সম্প্রসারিত করেছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হওয়া এ অভিযানে এক দিনে এটি সবচেয়ে বেশি নিহতের ঘটনা। 

নিহত সেনারা হলেন কোহাভ ইয়ারের ক্যাপ্টেন ইতাই মার্কোভিচ, মেহোলার স্টাফ সার্জেন্ট শ্রেয়া এলবোইম, গান হাইমের স্টাফ সার্জেন্ট ডর হেন, দিমোনোর স্টাফ সার্জেন্ট নির গোফার, সদেরতের সার্জেন্ট শালেভ ইতজাক সাগরন এবং নাহারিয়ার সার্জেন্ট ইয়াভ ড্যানিয়েল। তারা সবাই গোলানি বিএগডের ৫১ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। 

আইডিএফের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের একটি গ্রামে ভবনের ভেতরে  হিজবুল্লাহার চার সেনার সঙ্গে সংঘর্ষে সেনারা নিহত হয়েছেন। 

উল্লেখ্য, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে। মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়। আকাশ ধুলাবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে ওই দৃশ্য দেখা যায়। এ হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এ হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর আসে।

তারও এক সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীটিকে লক্ষ্য করে পর পর অসংখ্য ওয়াকি-টকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ৩২ জন নিহত এবং তিন হাজার জনের বেশি মানুষ আহত হয়েছিল।

এরপর থেকে লেবাননের একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে স্থল অভিযানের পর ইসরায়েলের অন্তত ১০০ সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আর অন্তত এক হাজার সেনা।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, যোদ্ধারা ফিলিস্তিনের অধিকৃত বিভিন্ন অঞ্চল বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। এছাড়া জাবাল আমিল অঞ্চলের আল-মালকিয়া গ্রামসহ উত্তর ইসরায়েলের অধিকৃত বসতিগুলোকে নিশানা করে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।

হিজবুল্লাহর অপারেশন রুম আরও জানিয়েছে, খায়বার সিরিজের অপারেশনের অংশ হিসেবে অন্তত ৭০টি সফল অভিযান চালিয়েছে।
 

Read Entire Article