লেবাননে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের
ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার (১৯ নভেম্বর) জানিয়েছে যে, তারা মঙ্গলবার (১৮ নভেম্বর) দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলমান থাকার পরেও ওই অঞ্চলে বার বার হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার তারা ‘দক্ষিণ লেবাননের বিনতে জবাইলে এবং ব্লিদা এলাকায় দুই হিজবুল্লাহ সদস্যকে আক্রমণ করে নির্মূল করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, বিনতে জবাইলে নিহত হিজবুল্লাহ সদস্য এই গোষ্ঠীর সামরিক সক্ষমতা পুনর্গঠনে সম্পৃক্ত ছিলেন। কিন্তু ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের কারণে গোষ্ঠীটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ব্লিদা এলাকায় নিহত হিজবুল্লাহ সদস্য ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়েহ শিবিরে মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার একদিন পর ইসরায়েলি সেনাবাহিনীর এই ঘোষণা সামনে এলো। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামা
ইসরায়েলি সামরিক বাহিনী বুধবার (১৯ নভেম্বর) জানিয়েছে যে, তারা মঙ্গলবার (১৮ নভেম্বর) দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে দুই হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলমান থাকার পরেও ওই অঞ্চলে বার বার হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার তারা ‘দক্ষিণ লেবাননের বিনতে জবাইলে এবং ব্লিদা এলাকায় দুই হিজবুল্লাহ সদস্যকে আক্রমণ করে নির্মূল করেছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, বিনতে জবাইলে নিহত হিজবুল্লাহ সদস্য এই গোষ্ঠীর সামরিক সক্ষমতা পুনর্গঠনে সম্পৃক্ত ছিলেন। কিন্তু ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের কারণে গোষ্ঠীটি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ব্লিদা এলাকায় নিহত হিজবুল্লাহ সদস্য ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিলেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়েহ শিবিরে মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার একদিন পর ইসরায়েলি সেনাবাহিনীর এই ঘোষণা সামনে এলো।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের একটি ‘প্রশিক্ষণ কম্পাউন্ড’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিন্তু লেবাননের ফিলিস্তিনি শিবিরে কোনো ধরনের সামরিক স্থাপনা পরিচালনার কথা অস্বীকার করেছে হামাস। একই সঙ্গে তারা ইসরায়েলের দাবিকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক সদস্যকে হত্যার কথা ঘোষণা করে। ওই সদস্য হিজবুল্লাহ এবং মানসুরি এলাকার বাসিন্দাদের মধ্যে সমন্বয়ের জন্য দায়ী বলে অভিযোগ আনা হয়।
এদিকে লেবানন অভিযোগ করেছে যে, ইসরায়েল ২০২৪ সালের ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের পৃষ্ঠপোষকতায় সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ইসরায়েল অভিযোগ করেছে যে, হিজবুল্লাহ তার সামরিক সক্ষমতা পুনর্নির্মাণ এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে।
টিটিএন
What's Your Reaction?