লেবাননে ভয়াবহ বিমান হামলা

1 day ago 12

লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত নভেম্বরের যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট হামলার পর এই আক্রমণ চালানো হয়। খবর বিবিসির। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চার ও একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন শিশু রয়েছে এবং আহত হয়েছে ৪০ জন।  

লেবাননে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয়, যার মধ্যে হিজবুল্লাহ ও বিভিন্ন ফিলিস্তিনি সংগঠন রয়েছে। তবে শনিবারের হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।  

প্রথম দফার হামলার কয়েক ঘণ্টা পর ইসরায়েল দ্বিতীয় দফায় রাতের বেলায় আরও হামলা চালায়। এতে লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর কমান্ড সেন্টার, সামরিক স্থাপনা ও অস্ত্রগুদাম।  

লেবানন থেকে রকেট হামলার কয়েকদিন আগেই ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করে। ইসরায়েল জানিয়েছে, শনিবারের হামলায় তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

হিজবুল্লাহ জানিয়েছে, তারা এ রকেট হামলার সঙ্গে জড়িত নয় এবং যুদ্ধবিরতি মেনে চলবে। লেবাননের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে তিনটি রকেট লঞ্চার নিষ্ক্রিয় করেছে বলে জানায়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।  

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির ওপর এই সংঘর্ষ নতুন করে চাপ সৃষ্টি করেছে। চুক্তির শর্ত অনুযায়ী, লেবাননের সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করবে, যাতে কোনো সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের ওপর হামলা চালাতে না পারে। তবে ইসরায়েল জানিয়েছে, লেবাননের সেনাবাহিনী এখনো পুরোপুরি মোতায়েন হয়নি এবং নিরাপত্তার স্বার্থে তারা সীমান্ত এলাকায় অবস্থান অব্যাহত রাখবে।  

হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েল প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের সরকার বলছে, ইসরায়েলের সেনারা এখনো দক্ষিণ লেবাননের পাঁচটি অঞ্চলে অবস্থান করছে, যা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং যুদ্ধবিরতির চুক্তির বিপরীত।  

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন উদ্বেগ প্রকাশ করে বলেছে, পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে এবং উভয়পক্ষকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছে।  

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ওপর ইসরায়েলি হামলার পরের দিন থেকেই হিজবুল্লাহ সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালায়। এতে ৪ হাজারের বেশি মানুষ নিহত হয় এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। 

Read Entire Article