লেভারকুসেনে নতুন চাকরি পেলেন টেন হাগ

3 months ago 29

সবকিছু অনুমিতই ছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণাও এলো। আজ মঙ্গলবার এরিক টেন হাগকে কোচ হিসেবে নিয়োগ নিশ্চিত করেছে বায়ার লেভারকুসেন।

গেল বছরের অক্টোবরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর এতদিন বেকার ছিলেন টেন হাগ। অবশেষে ৭ মাসের বেকার জীবন শেষ করে নতুন চাকরি পেলেন এই ডাচ কোচ।

লেভারকুসেনের ক্রীড়া পরিচালনা বিভাগের ব্যবস্থাপনা পরিচালক সাইমন রলফেস এক বিবৃতিতে বলেন, ‘এরিক টেন হাগের মতো একজন অভিজ্ঞ কোচকে আমরা নিয়োগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত। অ্যাজাক্সের হয়ে তার ছয়টি শিরোপা জয় অসাধারণ ছিল।’

টেন হাগ বলেন, ‘লেভারকুসেন জার্মানির অন্যতম সেরা ক্লাব এবং ইউরোপেরও শীর্ষ ক্লাবগুলোর একটি। ক্লাবটি অসাধারণ পরিবেশ ও সুযোগ-সুবিধা দেয় এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমি মুগ্ধ হয়েছি।’

স্প্যানিশ কোচ জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হচ্ছেন টেন হাগ। আগামী মৌসুম থেকে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদের হেড কোচের দায়িত্ব নিতে জার্মান বুন্দেসলিগার ক্লাব লেভারকুসেন ছেড়েছিলেন আলোনসো।

এক সময়ের ভাঙাচোরা দল লেভারকুসেনকে ২০২৩-২৪ মৌসুমে ঐতিহাসিক বুন্দেসলিগা শিরোপা জেতান আলোনসো। আর চলতি মৌসুমে লেভারকুসেনকে দ্বিতীয় স্থানে রেখে লিগ শেষ করেন তিনি।

৫৫ বছর বয়সী টেন হাগ দুই বছরের বেশি সময় ম্যানইউ কোচ ছিলেন। এফএ কাপ জয়ের মাত্র পাঁচ মাস পরই খারাপ পারফরম্যান্সের কারণে তাকে বরখাস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে টেন হাগের বিদায়ের পরও ম্যানইউর পারফরম্যান্সে কোনো উন্নতি দেখা যায়নি।

টেন হাগকে বরখাস্ত করার পর দায়িত্বপ্রাপ্ত কোচ রুবেন আমোরিমের অধীনে প্রিমিয়ার লিগে মাত্র ৭টি জয় পান ম্যানইউ। ক্লাবটি ২০২৪-২০২৫ মৌসুম করে ১৫তম স্থানে থেকে। এছাড়া ইউরোপা লিগের ফাইনালে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে যায়।

এমএইচ/এমএস

Read Entire Article