টস জিতে ব্যাট করতে নামার পর শুরুতেই ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিলো দিল্লি ক্যাপিটালস; কিন্তু এরপরই জ্বলে ওঠে লোকেশ রাহুলের ব্যাট। তার ব্যাটিং ঝড়ে ভর করে চেন্নাই সুপার কিংসকে ১৮৪ রানের বিশাল লক্ষ্য দিয়েছে দিল্লি।
৫১ বলে ৭৭ রনের ঝোড়ো ইনিংস খেলেছেন দিল্লির ওপেনার লোকেশ রাহুল। ৬টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। তবে বাকি ব্যাটাররা খুব বড় কোনো স্কোর গড়তে পারেননি।
অভিষেক পোরেলকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েছিলে লোকেশ রাহুল। অভিষেক পোরেল ২০৯ বলে ৩৩ রান করে আউট হন। ১৪ বলে ২১ রান করে আউট হন অক্ষর প্যাটেল। সামির রিজভি আউট হন ২০ রান করে এবং ত্রিস্টান স্টাবস ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন।
চেন্নাইয়ের বোলারদের মধ্যে ২ উইকেট নেন খলিল আহমেদ। ১টি করে উইকেট নেন রবিন্দ্র জাদেজা, নুর আহমেদ এবং মাথিশা পাথিরানা।
আইএইচএস/