লোহাগাড়ায় ছাদধসে দিনমজুরের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়া সদরের ৩ নম্বর ওয়ার্ডে নির্মাণাধীন পাঁচতলা ভবনের চতুর্থ তলার ব্যালকনির ছাদ ভেঙে পড়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রশিদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হেলাল উদ্দীন (৩৪)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের পূর্ব পান হালি ৪ নম্বর ওয়ার্ডের হোসেন সিকদার পাড়ার বাসিন্দা।
নিহত হেলাল উদ্দীনের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন।
নিহতের ফুপাতো ভাই খলিল আহমদ জানান, হেলাল দীর্ঘ ছয় বছর ধরে লোহাগাড়ায় রাজমিস্ত্রির কাজ করছিলেন। প্রতিদিনের মতোই সকালে কাজে যোগ দিয়েছিলেন। আরেক শ্রমিক আমাদের জানান, ভবনের ছাদ ভেঙে পড়ে আমার ভাই মারা গেছে।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা হেলালকে উদ্ধার করে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা নির্মাণাধীন বহুতল ভবনে গিয়ে আটকেপড়া ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করি।
তিনি জানান, ছাদের সেন্টারিং খুলতে গিয়ে কার্নিশধসে লোকটির মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। লাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।