লোহাগড়ায় মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান

10 hours ago 5
নড়াইলের লোহাগড়ার ছাতড়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ ও মহামায়া মন্দিরে আয়োজিত ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেছেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। এ সময় এনপিপি ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহরের ছাতড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ ও মহামায়া মন্দিরে উপস্থিত হন। এ সময় শ্রী শ্রী রাধাগোবিন্দ ও মহামায়া মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক গৌতম দেওয়ানসহ অন্যান্য নেতা তাকে স্বাগত জানান। পরে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যা, নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. পঙ্কজ বিহারী ঘোষ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্যসচিব স্বপন ঘোষ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক খোকন কুন্ডু, পৌর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গৌতম সাহা, বিএনপি নেতা ইকলাস মোল্যা, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. বদিয়ার রহমান মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, দিঘলিয়া ইউনিয়নের সভাপতি রেজাউল করীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু, লোহাগড়া উপজেলা এনপিপির শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান হাবিব, লোহাগড়া উপজেলা যুব ফ্রন্টের সভাপতি মেহেদী হাসান অপু, এনপিপির নেত্রী ববিতা বেগম, হিরা খানমসহ প্রমুখ। মতবিনিময় সভা শেষে ড. ফরিদুজ্জামান ফরহাদ মহানাম যজ্ঞ অনুষ্ঠান ঘুরে দেখেন এবং মহানাম যজ্ঞ অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন। এ সময় ড. ফরিদুজ্জামান বলেন, নড়াইল লোহাগড়ার মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ রয়েছে। আবহমানকাল ধরে হিন্দু-মুসলিম আমরা মিলেমিশে বসবাস করে আসছি। সৌহার্দপূর্ণ পরিবেশে সকল প্রকার ধর্মীয় উৎসব পার্বণ, আচার অনুষ্ঠান একসঙ্গে পালন করে আসছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদের আনন্দ যেমন ভাগাভাগি করে পালন করি ঠিক তেমনি হিন্দুদের ধর্মীয় উৎসব গুলিতে মুসলমান সম্প্রদায়ের মানুষ ও সমানভাবে ভাগাভাগি করে উৎসব পালন করে আসছি। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
Read Entire Article